ঢাকা: জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত শেষে হাত মিলিয়ে জনতাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ শেষে মোনাজাতের আগে অধ্যাপক ইউনূস তার সংক্ষিপ্ত বক্তব্যে ঈদের শুভেচ্ছা জানান। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে বেরিয়ে যাওয়ার সময়ে তার সঙ্গে হাত মেলান জামাতে অংশ নেওয়া নানা শ্রেণী-পেশার মানুষ।
বিষয়টি নিয়ে সাদিকুর রহমান খান নামের একজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, নামাজের পর হাজারো মানুষ ড. ইউনূসকে ঘিরে ধরেন। ইউনূস যখন মানুষের বাড়িয়ে দেওয়া হাত স্পর্শ করতে ব্যস্ত, মানুষ তখন ‘স্যার পাঁচ বছর, স্যার পাঁচ বছর’; ‘ইউনূস সরকার, বারবার দরকার’— বলে চিৎকার করতে থাকে। ঈদের দিন মানুষের এই বাঁধভাঙা ভালোবাসার চেয়ে সুন্দর ঈদ উপহার ড. ইউনূসের জন্য আর কী হতে পারতো?
মোনাজাতের আগে অধ্যাপক ইউনূস তার বক্তব্যে বলেন, ঈদ মোবারক, আজ বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। জামাতে যারা শরিক হয়েছেন, আমরা জাতির পক্ষ থেকে তাদের ঈদ মোবারক জানাচ্ছি। যারা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি, তাদেরও ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের মা-বোনেরা যারা ঘরে আছেন, তাদেরও আমরা ঈদ মোবারক জানাচ্ছি।
তিনি বলেন, আমাদের প্রবাসী শ্রমিকেরা, যারা বিদেশে আছেন, সারা বছর কষ্ট করেছেন, ঈদের জামাতে হয়তো যেতে পারবেন, হয়তো যেতে পারবেন না, তাদেরও ঈদ মোবারক জানাই। যারা বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, তাদের আমরা ভুলে যাইনি, তাদেরও ঈদ মোবারক জানাচ্ছি। অনেকে হাসপাতালে আছেন, রোগী, বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেননি, তাদেরও ঈদ মোবারক জানালাম।
প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এর আগে তিনি জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য আসেন। ময়দানে প্রবেশ করার সময় সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা তাকে স্বাগত জানান।
জাতীয় ঈদগাহ মাঠে একসঙ্গে ৩৫ হাজার মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ ময়দান কানায় কানায় ভর্তি ছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও এই জামাতে নামাজ আদায় করেন।
প্রধান উপদেষ্টা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিকেল ৪টায় তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
আরএইচ