ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঈদের দিন ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় আহত তিন বাইক আরোহী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
ঈদের দিন ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় আহত তিন বাইক আরোহী দুর্ঘটনাস্থল

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সন্ধ্যায় উপজেলার সুরমা চা বাগানের ভেতরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান।

আহত হলেন- জেলার বাহুবল উপজেলার ডুবারায় গ্রামের রাজু মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার সাতবর্গ গ্রামের নয়ন দাস (৩১) ও একই গ্রামের বলরাম দাস (৩৫)।

ওসি বলেন, রাজু, নয়ন ও বলরাম একটি মোটরসাইকেলে করে চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান এলাকা থেকে মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে যাচ্ছিলেন। সুরমা চা বাগানে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে রাজুকে ঢাকায় ও অন্য দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা সূত্র জানায়, মোটরসাইকেল আরোহীরা ঈদের দিনে ঘুরতে গিয়েছিলেন। চালক বেপরোয়া গতিতে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার করে মাধবপুর থানায় নেওয়া হয়েছে। আহতদের মধ্যে রাজুর অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।