যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে ৯৪জন নারী, পুরুষ ও শিশু অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৪০জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, খাবার প্রস্তুতে ত্রুটির কারণে একযোগে এত মানুষ পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ গুরুতর কিছু রোগী রয়েছেন।
হাসপাতালে ভর্তি রোগীরা জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রিজের পূর্ব পাশে মনিরুজ্জামানের চটপটির দোকান রয়েছে। সেখানে হাড়ি ফুচকা নামে ফুচকা বিক্রি হচ্ছিল।
ঈদের দিন বিকেলে সেখান থেকে অনেকে ফুচকা খান। রাত ১২টার দিকে তাদের বমি ও ডায়রিয়া শুরু হয়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহমুদুর রহমান রিজভী জানান, ঈদের (৩১ মার্চ) রাত থেকে বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে রোগী ভর্তি শুরু হয়। আস্তে আস্তে রোগীর সংখ্যা বাড়তে থাকে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর পর্যন্ত অন্তত ৬০ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ২০জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ৪০ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বাসহ গুরুতর কিছু রোগী রয়েছে।
প্রসঙ্গত, অভয়নগরের ভৈরব ব্রিজের পূর্ব পাড়ে চারদিন থেকে ঈদ মেলা চলছে। ঘটনার পর থেকে ফুচকা বিক্রেতা মনিরুজ্জামান পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
আরএ