ঢাকা, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

দেশে ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৫
দেশে ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের নাটোরে জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের  মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর

নাটোর: দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সংকট দূর করতে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসা ব্যবস্থা অপর্যাপ্ত। প্রকৃত পক্ষে যে জনবল দরকার, সে তুলনায় আমাদের অনেক ঘাটতি রয়েছে। দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসাসেবায় আরও জনবল বাড়াতে হবে। আমাদের সীমাবদ্ধতা আছে, প্রতিকূলতা আছে। তারপরও মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। তাই দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সংকট দূর করতে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে নাটোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে ডিজি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগের জন্য ইতোমধ্যে পাবলিক সার্ভিস কমিশনে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিসিএস থেকে আরও সাড়ে ৩ হাজার চিকিৎসক নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এসময় মহাপরিচালক বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য কার্ড দিয়েছি। এছাড়া গুরুতর আহত ৪০ জনকে দেশের বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সার্বিক ব্যবস্থাপনায় স্বাস্থ্য বিভাগ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে দায়িত্ব অর্পণ করেছে। জুলাই অভ্যুত্থানে প্রায় ১৬ হাজারের মতো আহত হয়েছেন। আহতদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে একজন ডাক্তারের বিপরীতে তিনজন নার্স থাকার কথা থাকলেও সেখানে আমাদের দেশের এই চিত্র উল্টা। ডাক্তারের সংখ্যা বেশি, নার্সের সংখ্যা কম। আবার যে সমস্ত পদ রয়েছে, সেসমস্ত পদে জনবল শুন্য রয়েছে। কোথাও জনবল আছে, আসবাবপত্র নেই। আবার কোথাও আসবাবপত্র আছে তো জনবল নেই। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে উদ্যোগ নিয়ে খুব শিগগিরই এসব সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করছে।

এসময় স্বাস্থ্য অধিদপ্তর রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. হাবিবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি ডাক্তার আমিনুল ইসলাম, সদর হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার আনিছুজ্জামান পিয়াস ও নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

এর আগে মহাপরিচালক জেলা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের বিভিন্ন সমস্যা এবং চিকিৎসার খোঁজ খবর নেন। পরে চিকিৎসক সংকট নিয়ে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।