ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বৈদ্যুতিক খুঁটি মাথায় পড়ে আনসার সদস্যের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
বৈদ্যুতিক খুঁটি মাথায় পড়ে  আনসার  সদস্যের মৃত্যু 

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সড়ক দুর্ঘটনায় শফিউল্লাহ মিয়া (৪৭) নামে এক আনসার কমান্ডারের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৪ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল্লাহ মিয়া উপজেলার মৌলভীপাড়া গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি)।

পারিবারিক সূত্রে জানা যায, ঈদের ছুটিতে গত ২৮ মার্চ বাড়িতে এসেছিলেন শফিউল্লাহ। ছুটি শেষে শুক্রবার কর্মস্থলে ফেরার কথা ছিল তার। শুক্রবার ভোরে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি ট্রাক বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে খুঁটিটি ভেঙে শফিউল্লাহর মাথায় পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় শফিউল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার থানার উপপ‌রিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।