ঢাকা: প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে উল্টো পথে আজও চলছে বাড়ি ফেরার যাত্রা।
ঈদের ছুটির পঞ্চম দিনে শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকেই কমলাপুরে লক্ষ্য করা গেছে যাত্রীদের ব্যস্ততা। একদিকে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি নিয়ে ঢাকামুখী ট্রেন থেকে নামছেন অনেকে, অন্যদিকে টিকিট হাতে উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন গ্রামের পথের যাত্রীরা। প্ল্যাটফর্মে শিশুদের হাসি, ব্যস্ত ঠেলাগাড়ি আর যাত্রীদের গুঞ্জনে মুখর ছিল স্টেশন। রেলওয়ের তথ্য অনুযায়ী, শুধু সকাল ১০টার মধ্যেই ১২টি ট্রেন ছেড়েছে বিভিন্ন গন্তব্যে।
অন্যদিকে, ঈদের দীর্ঘ ছুটি উপভোগ করার জন্য অনেকেই এখনো ঢাকা ছাড়ছেন। কমলাপুর স্টেশনে ঢাকামুখী যাত্রীর পাশাপাশি ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাও ছিল বেশ চোখে পড়ার মতো। ফেরা এবং ছেড়ে যাওয়া যাত্রীদের এই মিশ্র চিত্র কমলাপুর রেলস্টেশনে ঈদের ছুটির আমেজ এখনো কিছুটা ধরে রেখেছে।
সকাল ১০টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, প্ল্যাটফর্মগুলোতে যাত্রীদের বেশ আনাগোনা। আগত ট্রেনগুলো থেকে যাত্রীরা নামছেন এবং অপেক্ষমাণ যাত্রীরা নিজ গন্তব্যের ট্রেনে উঠছেন।
ঢাকা (কমলাপুর) স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, শুক্রবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত মোট ১২টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে বিভিন্ন গন্তব্যে রওনা হয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত ট্রেনগুলো নির্ধারিত সময়েই ঢাকায় এসে পৌঁছেছে। যাত্রীদের সুবিধার্থে সব ট্রেন সময়মতো পরিচালনা করা হচ্ছে। ঈদের চাপ সামলাতে বাড়তি স্টাফ ও নিরাপত্তা ব্যবস্থা ছিল।
ঈদে বাড়ি যেতে না পারা আল-আমিন নামের এক যাত্রী বলেন, ঈদে যেতে পারিনি, তাই আজ যাচ্ছি। অনেক দিন পর পরিবারের সদস্যদের দেখব, খুব ভালো লাগছে।
অন্যদিকে, পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ কাটিয়ে ঢাকায় ফেরা সোলাইমান সবুজ জানান তার অনুভূতির কথা। তিনি বলেন, অন্যবারের তুলনায় এবার ট্রেনে বাড়ি যাওয়া ও ফেরা দুটোই স্বস্থির ছিল। ট্রেনে কোনো বাড়তি যাত্রী ছিল না, পাশাপাশি সময় মত ট্রেন এসে পৌঁছায়। এই স্বস্থির জার্নির পাশাপাশি পরিবারের সাথে ঈদ করে খুব ভালো লেগেছে। সবার সাথে অনেক আনন্দ করেছি। বাবা-মাকে দেখেছি। সব মিলিয়ে খুব ভালো একটা সময় কাটিয়েছি।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
ইএসএস/এমএম