ঢাকা, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

জাতীয়

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু-সোহাগ সৌরভের বাড়িতে অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু-সোহাগ সৌরভের বাড়িতে অভিযান শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু

খুলনা: খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও সোহাগ সৌরভের বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টা থেকে শুরু হয়ে সকাল ৮ পর্যন্ত নগরীর শামসুর রহমান রোডের ভারতের সহকারী হাই কমিশনার অফিসের সামনের ০৭ ও ০৮ নং বাসায় এ অভিযান চলে।

অভিযানের সময়ে গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগের ঘর থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাপাতি, ২টি মোটরসাইকেল, ১২ লাখ ১২ হাজার টাকা এবং সোহাগ সৌরভের বাসা থেকে ১৩ লাখ ৯২ হাজার ৫৫৩ টাকা এবং ৪ হাজার ২৪০ ভারতীয় রুপি উদ্ধার হয়।

ঘটনাস্থল থেকে গ্রেনেড বাবুর ভাই রাব্বি ও বাবা মিন্টু চৌধুরী এবং সোহাগ সৌরভের মাকে সদর থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও সোহাগ সৌরভের বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। এ সময় ঘটনাস্থল থেকে নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর আসল নাম রনি চৌধুরী। তিনি নগরীর সামসুর রহমান রোডের মিন্টু চৌধুরীর ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এ আসামির বিরুদ্ধে মামলা রয়েছে ১৩টি। তার গ্রুপে অস্ত্রধারী সদস্য রয়েছে ৬ জন। তাদের বিরুদ্ধে মোট মামলা রয়েছে ৩৩টি।

ওই গ্রুপের অন্যান্য অস্ত্রধারী সদস্যরা হলেন, মো. শাকিল, মো. সাব্বির শেখ, আসাদুজ্জামান রাজু ওরফে বিল রাজু ও বিকুল। তাদের বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে।

গ্রেনেড বাবু কোথায় আছে তার সুস্পষ্ট তথ্য পুলিশের কাছে নেই। অনেকের ধারণা তিনি ভারতে থেকে খুলনার শহরের অপরাধ জগতের নেতৃত্ব দিচ্ছেন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।