ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাড়ির সামনে ফাঁকা গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, এপ্রিল ৪, ২০২৫
রাজধানীতে বাড়ির সামনে ফাঁকা গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

ঢাকা: রাজধানীর ভাটারার জোয়ার সাহারা এলাকায় ‘পূর্ব শত্রুতার’ জেরে এক ব্যক্তির বাড়ির সামনে গিয়ে একদল লোক ফাঁকা গুলি ছুড়ে গালিগালাজ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। এ ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, ঘটনাটি গত সোমবার (৩১ মার্চ) ঈদের দিন মধ্যরাতে সেখানকার মো. রাশেদুজ্জামান রাজুর বাড়ির সামনে ঘটে।  

ওসি জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে ‘দুই পক্ষের স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে’ ঘটনাটি ঘটেছে। একটি পক্ষের কয়েকজন মিলে আরেক পক্ষের বাড়ির সামনে এয়ার গানসহ গিয়ে চিৎকার চেঁচামেচি করেছে। পরে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়।

ওসি মাজহারুল জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ এয়ারগান উদ্ধার করেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।