ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ব্যাংকক থেকে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, এপ্রিল ৪, ২০২৫
ব্যাংকক থেকে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা। ফাইল ছবি

ঢাকা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।  

শুক্রবার (০৪ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরন সিন্ধুপ্রাই।  

এর আগে প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ব্যাংককে পৌঁছান এবং সেখানে একাধিক কর্মসূচিতে অংশ নেন। তিনি প্রতিবেশী কয়েকটি দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।