বগুড়া শহরের কৈগাড়ী পূর্বপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের ঘরবাড়ি ও আসবাবপত্র এবং নগদ টাকা।
শনিবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত তিনজন হলেন- বগুড়া শহরের কৈগাড়ী পূর্বপাড়া এলাকার আমেনা, সাফিয়া ও হামিদা। এরা সবাই বিধবা এবং তাদের পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। অন্যের জমিতে ঘর তুলে কোনো রকম বসবাস করতেন। ক্ষুদ্র একটি টং দোকানে শাক-সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ঘর থেকে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে ছুটে আসেন এলাকাবাসী। তবে প্রচণ্ড তাপের কারণে আগুন নেভানো সম্ভব হয়নি। মুহূর্তেই সব পুড়ে যায়। কোনো কিছুই ঘর থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার বর্ণনায় আমেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগুন দেখে দৌড়ে এসে দেখি সব পুড়ে গেছে। থাকার মতো কিছুই নেই। আমরা খুব গরিব-অসহায়। আগুনে সব হারিয়ে আমরা এখন একেবারে নিঃস্ব।
বগুড়া সদর ফায়ার সার্ভিসের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর চেষ্টা করলেও জেলা শহরের যানজটের কারণে কিছুটা দেরি হয়েছে। তবে পৌঁছেই আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি বলেন, বৈদ্যুতিক শট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা করছি। আগুনে প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
এসআরএস