ঢাকা: প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর শাহবাগে ফুলের দোকানে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শনিবার (৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি জানান, ১০ টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৫ টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে খবর আসে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
এমএমআই/এমএম