ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাস-পিকআপভ‌্যান সংঘর্ষে নিহত এক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
গোপালগঞ্জে বাস-পিকআপভ‌্যান সংঘর্ষে নিহত এক  দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত ও তার পরিবারের অপর দুই সদস্য আহত হয়েছেন।  

নিহতের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার হোগলা বুনিয়া গ্রামে।

তিনি ওই গ্রামের লতিফ হাওলাদারের স্ত্রী।

রোববার (৬ এপ্রিল) খুব ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিদার পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা একই পরিবারের তিন সদস্য আহত হয়। আহতদের গোপালগঞ্জ আড়াই শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রেহানা বেগমকে মৃত ঘোষণা করেন।  

ঘোনাপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা জানিয়ে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।