নীলফামারী: ব্যতিক্রম ব্রিজ। যার ওপর দিয়ে প্রবাহিত হয় তিস্তা সেচের বগুড়া ক্যানেলের পানি আর নীচ দিয়ে প্রবাহিত হয় যমুনেশ্বরী নদীর পানি।
নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলিতে এই কৃত্রিম জলপ্রণালীটি অবস্থিত। এ ধরনের ব্রিজ উত্তর জনপদের আর কোথাও নেই। ফলে লোকজন আসেন এটি দেখতে। বিশেষ করে ঈদ ও উৎসবে লোকজনের ভিড় লক্ষ্য করা যায়। জেলার এ উপজেলায় বিনোদনের কোনো ব্যবস্থা না থাকায় এ ব্রিজটিতে ভিড় করেন দর্শনার্থীরা।
কিশোরগঞ্জের বাসিন্দা ও কলেজছাত্রী আনজু আরা জানান, অবহেলিত উপজেলা নীলফামারীর কিশোরগঞ্জ। এখানে তেমন শিল্প কল-কারখানা গড়ে উঠেনি। গড়ে উঠেনি কোনো বিনোদনকেন্দ্র। ফলে স্থানীয় লোকজন ছাড়া বাইরের লোকজনও কৃত্রিম জলপ্রণালীটি দেখতে আসেন। কিন্তু এ ব্রিজ এলাকায় বসার জায়গা নেই, ভালো মানের কোনো খাবারের দোকানও নেই। ফলে লোকজনকে ঝামেলা ও বিড়ম্বনায় পড়তে হয়। শিশুদের রাইডসহ নানা সুযোগ-সুবিধা বাড়ালে হতে পারে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান।
এ ব্যাপারে সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, এলাকাটিতে বসার জায়গা ও খাবার হোটেলের ব্যবস্থা করা হচ্ছে। কেউ যদি লিজ নিয়ে করতে চায় ওপরের নির্দেশনায় তা করে দিতে পারি।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
আরএ