ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মাকে নির্যাতনের জেরে ছেলে-মেয়ের হাতে প্রাণ গেল বাবার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
মাকে নির্যাতনের জেরে ছেলে-মেয়ের হাতে প্রাণ গেল বাবার

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার শ‍্যামরকোনা এলাকার বাগরঘর গ্রামে মাকে নির্যাতনের জেরে ছেলে ও মেয়ে মিলে বাবা মুসলিম মিয়াকে (৪০) হত‍্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে মুন্না মিয়া (২৩) পালিয়ে গেলেও মেয়ে  মুন্নি আক্তারকে (২১) আটক করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক মুন্নাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে আরও জানা গেছে, গতকাল শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে পারিবারিক কলহের জেরে বাবা মুসলিম মিয়াকে তার ছেলে মুন্না মিয়া ও মেয়ে মুন্নি দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে আহত অবস্থায় মুসলিমকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের তারা জানায়, মুসলিম গাছ থেকে পড়ে আহত হয়েছেন।

প্রাথমিক চিকিৎসার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয়। মুসলিমের মরদেহ বাড়িতে নেওয়ার পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়। এ সময় মুন্নিকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে মুন্না এখনো পলাতক রয়েছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফজলুর রহমান বলেন, মুসলিম মিয়ার স্ত্রী ছাবিনা বেগমের প্রবাসে যাওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। কিন্তু মায়ের পক্ষে সন্তানদের অবস্থান থাকায় এ ঘটনা ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫   
বিবিবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।