ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ, কেএফসিতে হামলা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ, কেএফসিতে হামলা 

সিলেট: গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় মিছিল থেকে একদল লোক কোমল পানীয় কোকাকোলা বিক্রির অভিযোগ এনে ফাস্টফুড শপ কেএফসিতে হামলা ও ভাঙচুর চালায়।

সোমবার (৭ এপ্রিল) ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যা বন্ধের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়। নগরীর বিভিন্ন স্থান থেকে ফিলিস্তিনের পতাকা হাতে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আসতে থাকে জনতার খণ্ড খণ্ড মিছিল।

বিক্ষোভ সমাবেশে বিক্ষুব্ধ জনতা একে একে বক্তব্য দেন। তারা গাজায় গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের বলেন, মানবাধিকার নিয়ে বিশ্ব মোড়লরা গলা ফাটিয়ে চিল্লা-চিল্লি করেন। গাজার গণহত্যার বেলায় তাদের নিষ্ক্রিয়তা কেন। আরব দেশগুলো এ গণহত্যায় নিশ্চুপ ভূমিকা রাখায় দুঃখ প্রকাশ করেন বক্তারা। এ সময় বক্তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান।  

সরেজমিনে দেখা গেছে, নগরের মীরবক্সটুলায় মিছিল থেকে একদল লোক কোমল পানীয় কোকাকোলা বিক্রির অভিযোগ এনে ফাস্টফুড শপ কেএফসিতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা কেএফসির মালামাল বাইরে এনে ভাঙচুর করে। এছাড়া ভাঙচুর করা হয় নব নির্মিত রয়েল মার্কস হোটেলও। এ সময় ভবনের গ্লাসগুলো ভাঙচুর করা হয়। পাশাপাশি কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী টিভি, ফ্রিজ, ওভেন বাইরে বের করে ভাঙচুর করা হয়েছে। এ সময় ইসরায়েলি পণ্য কোকাকোলো, স্প্রাইটসহ কোমল পানীয় রাস্তায় ফেলে ধ্বংস করা হয়।  এছাড়া নগরের আম্বরখানাসহ বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধরা বিভিন্ন দোকান থেকে ইসরায়েলি পণ্য কোকাকোলা, স্প্রাইটসহ বিভিন্ন ধরনের কোমল পানীয় ধ্বংস করে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় এবং বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

গণহত্যার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন নিপীড়িত ফিলিস্তিনিরা। তারা এ গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। তাদের ডাকে সারা দেশের ন্যায় সিলেটেও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ জনতা।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।