ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
নরসিংদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীর মাধবদীতে পুকুরের পানিতে ডুবে নাবিলা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা সদর উপজেলার মাধবদীর আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিলা ওই গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে।

মাধবদী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা (ইনচার্জ) মো. রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুর দেড়টার দিকে গোসল করতে বাড়ির পাশে পুকুরে নামে নাবিলা। সাঁতার না জানা থাকায় পুকুরের পানিতে তলিয়ে যায় সে। এসময় সেখানে থাকা কয়েক শিশু বিষয়টি টের পেয়ে চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে জানায়। কিন্তু পুকুরে নেমে খোঁজাখুঁজি করে না পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টার পর নাবিলার মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুকুরটি ২০ ফুট গভীর ছিল।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এ ঘটনার কোনো খবর আমরা পাইনি। কোনো লিখিত অভিযোগও পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।