বরিশাল: বরিশালের গৌরনদীতে ক্যাথলিক চার্চ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল। এ সময় সেখানে তিনি খ্রিস্টধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
শনিবার (১২ এপ্রিল) সকালে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় অনেকটা নীরবে রাষ্ট্রদূত কেভিন রান্ডাল সফর সঙ্গীদের নিয়ে গৌরনদী বাসস্ট্যান্ডে সংলগ্ন ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন।
এ সময় তাকে ফুলের শুভেচ্ছা জানান চার্চের ফাদার ফ্রান্সিস লিটন গোমেজ। পরে চার্চের আশ্রম ও সিস্টারদের বাসস্থান পরিদর্শন, ধর্মীয় আলোচনা ও প্রার্থনায় অংশ নেন এ রাষ্ট্রদূত।
একইদিন আগৈলঝাড়ার ঘোড়ারপাড় ক্যাথলিক চার্চ পরিদর্শন ও খ্রিস্টধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে পিএমএস ইউএসএর জাতীয় পরিচালক মনস রজার জোসেফ ল্যান্ডি, নুনসিও’র সেক্রেটারি ফাদার বেলিসারিও সিরো মন্টোয়া, ভিয়েতনামের ফাদার ট্রাই ট্যাং ফামসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এমএস/এএটি