ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বৈশাখের প্রথম দিনেই চুয়াডাঙ্গায় ঝড়-বৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
বৈশাখের প্রথম দিনেই চুয়াডাঙ্গায় ঝড়-বৃষ্টি চুয়াডাঙ্গায় বৃষ্টি

বৈশাখের প্রথম দিনেই ঝড়ো বৃষ্টির কবলে পড়েছে চুয়াডাঙ্গা। সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টায় শুরু হয় দমকা হওয়া।

 

এরপর নামে স্বস্তির বৃষ্টি। টানা দেড় ঘণ্টার বৃষ্টিতে শীতল হয় গোটা জনপদ। তবে কালবৈশাখীর প্রভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলা নতুন বছরের প্রথম দিনের সকাল থেকেই গরম অনুভূত হচ্ছিল চুয়াডাঙ্গায়। বিকেলেও ভ্যাপসা গরম ছিল। সন্ধ্যার পর থেকে গুমোট হয় চারপাশের আবহাওয়া। রাত সাড়ে ৯টায় শুরু হয় ঝড়ো বাতাস। এর সঙ্গে নামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পরে তা মুষলধারে রূপ নেয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে বৃষ্টিপাত।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস ছিল। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমে আসবে।  

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।