ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় নিহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় নিহত দুই

কিশোরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মাওলানা আলী আকবর (৬০) ও ঊর্মি আক্তার (২০) নামে দুজন নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৫ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও চরশোলাকিয়া বনানী মোড় এলাকায় এই পৃথক দুর্ঘটনা ঘটে।

মাওলানা আলী আকবর পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের বাসিন্দা এবং পাগলা মসজিদ মক্তবের শিক্ষক এবং জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম ছিলেন।  

ঊর্মি আক্তার কিশোরগঞ্জ পৌরসভার চরশোলাকিয়া এলাকার মো. মহরম আলীর মেয়ে ও কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের রাস্তা পার হচ্ছিলেন মাওলানা আলী আকবর। এসময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে বাসা থেকে বের হয়ে চরশোলাকিয়া বনানী মোড় এলাকা পার হওয়ার সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা ঊর্মি আক্তারকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন পৃথক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।