ঢাকা, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ৩৫ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
পাথরঘাটায় ৩৫ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক  হরিণের মাংসসহ

বরগুনার পাথরঘাটা থেকে ৩৫ কেজি হরিণের মাংসসহ রেজাউল ইসলাম (২৫) নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড।  

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে কাঠালতলী ইউনিয়নের সপ্ত গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 

রেজাউল কাঠালতলী ইউনিয়নের হোসেনপুর এলাকার খলিলুর রহমানের ছেলে।

কোস্টগার্ড প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত ৩৫ কেজি হরিণের মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।  

আটক রেজাউলের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।