ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ট্রাককে সাইড দিতে গিয়ে ভ্যান উল্টে বৃদ্ধ নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
নওগাঁয় ট্রাককে সাইড দিতে গিয়ে ভ্যান উল্টে বৃদ্ধ নিহত 

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে ট্রাককে সাইড দিতে গিয়ে ভ্যান উল্টে সিরাজ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

 

বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ উপজেলার সোনাকুড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে একটি ব্যাটারি চালিত ভ্যানে করে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন সিরাজ। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাককে সাইড দিতে গিয়ে ভ্যানটি উল্টে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিরাজের মৃত্যু হয়। এসময় আহত হন দুজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।  

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।