ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহের আলম মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য’র পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহের আলম মুরাদ
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এজেডএস/এসএএইচ