ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

শ্রমিক নেতা সেলিম মাহমুদের মুক্তির দাবি বাসদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, এপ্রিল ১৮, ২০২৫
শ্রমিক নেতা সেলিম মাহমুদের মুক্তির দাবি বাসদের

ঢাকা: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ রবিনাটক্সের গ্রেপ্তার হওয়া সব শ্রমিকের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশ বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, বারবার শ্রমিকরা নিপীড়িত হয়েছে, লাঞ্ছিত হয়েছে এবং অপমানিত হয়েছে। বৈষম্যের শিকার হওয়ার ফলে কিন্তু শ্রমিকরা বারবার আন্দোলনে নেমেছে। এবারও বৈষম্যবিরোধী আন্দোলন সফল হতো না যদি লাখ লাখ শ্রমিক রাজপথে না নামতো। রূপগঞ্জ ও নারায়ণগঞ্জে এ আওয়ামী দানবীয় শক্তির বিরুদ্ধে কারা সেদিন রাজপথে নেমেছিল? সেদিন শুধুমাত্র শ্রমিকরাই রাস্তায় দাঁড়িয়ে ছিল।

তিনি বলেন, বাংলাদেশের সমস্ত আইনের উৎস হচ্ছে ব্রিটিশ আইন। সে ব্রিটিশ আইনে ছিল রাতে কাউকে গ্রেপ্তার করা যাবে না। কাউকে গ্রেপ্তার করার আগে সুনির্দিষ্ট গ্রেপ্তারি পরোয়ানা থাকতে হবে। রাতে নয়, দিনে তাকে গ্রেপ্তার করতে হবে।  

রতন বলেন, সেলিম মাহমুদের যদি কোনো অপরাধ থাকত তাকে আপনারা গ্রেপ্তার করতে পারতেন। কিন্তু তার স্ত্রী এবং সন্তানের সামনে লাঞ্ছিত করলেন এটা তো আপনারা করতে পারেন না। তার স্ত্রী সন্তান এবং পরিবারের সদস্যদের কোনোভাবেই তো হয়রানি করতে পারেন না। আর এটা মানবাধিকারের কোনো ঘোষণার সঙ্গেই সঙ্গতিপূর্ণ নয়।

বাসদের সহকারী সাধারণ সম্পাদক বলেন, এত বড় অভ্যুত্থানের পর বিজয়ী শক্তি যে জনগণ, সেই শক্তির ওপরে আবার নতুন করে যারা দানবীয় আক্রমণ চালিয়ে যায় তারা অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না। তারা অভ্যুত্থানকারী জনগণের স্বার্থ রক্ষা করে না। তারা মালিকদের স্বার্থ রক্ষা করে এবং লুটপাট কারীদের স্বার্থ রক্ষা করে।

সমাবেশে বাসদের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।