ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে রিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
মিরপুরে রিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১ মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার যুবক।

ঢাকা: রাজধানীর মিরপুরে রিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় দেশীয় অস্ত্রসহ ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সোয়া ৬টার দিকে গাজীপুরের পূবাইল থানা পুলিশের সহায়তায় কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

এ সময় তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ ২ হাজার ৫০০ টাকা ও ধারালো চাপাতি জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার শাকিল একজন পেশাদার ছিনতাইকারী। রেকর্ডপত্র পর্যালোচনায় জানা যায়, তার বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী অংগ্যজাই মারমা (২৭) তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশা মান্নান সরণির কাছে পৌঁছালে গ্রেপ্তার শাকিল ও তার দুই সহযোগী মোটরসাইকেলে করে এসে ধারালো চাপাতি হাতে ভুক্তভোগী ও তার চাচাতো বোনকে ভয় দেখায়। তারা জোরপূর্বক ভুক্তভোগীর কাছ থেকে একটি মানিব্যাগ (যাতে নগদ ২ হাজার ৫০০ টাকা, তিনটি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রোকার্ড ও মূল্যবান কাগজপত্র ছিল) এবং তার চাচাতো বোনের গলায় থাকা একটি রুপার চেইন ছিনতাই করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

এই ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। মিরপুর মডেল থানা পুলিশেরও ভিডিওটি নজরে এলে তারা ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে এবং প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেয়। পরে অংগ্যজাই মারমার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়।

মিরপুর মডেল থানা সূত্র জানা যায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। পরে শুক্রবার সকালে গাজীপুরের পূবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানার পূর্ব মনিপুরে বাবা হজুর মসজিদ সংলগ্ন সুন্দরবন ফার্নিচারের কারখানার ছাদ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

ছিনতাইয়ে জড়িত অপর দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।