ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ঢাকা: বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের  সতর্কতা এক ধাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে তৃতীয় ধাপের সতর্কতা অবলম্বনের অর্থাৎ ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে দেশটি।

এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণে সর্বোচ্চ অর্থাৎ চতুর্থ ধাপের সতর্কতা (ভ্রমণ না করা) ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে।

ভ্রমণ নির্দেশিকায় বলা হয়েছে, গত বছর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর নাগরিক অস্থিরতা এবং সহিংস সংঘাত অনেকাংশে কমে গেছে। মাঝে মাঝে বিক্ষোভ হয়। সেগুলো সহিংস সংঘর্ষে রূপ নেওয়ার সম্ভাবনা থাকে। স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের সব সমাবেশ, এমনকি শান্তিপূর্ণ সমাবেশও এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর কারণ হিসেবে পররাষ্ট্র দপ্তর বলেছে, খুব কম সময়ের মধ্যে বা কোনো সতর্কতা ছাড়া সমাবেশগুলো সহিংস হয়ে উঠতে পারে।

কোনো দেশে ভ্রমণের আগে পরিস্থিতি বুঝে ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করার পরামর্শ দিতে তৃতীয় ধাপের সতর্কতা জারি করা হয়। মূলত এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হয়ে থাকে।

ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের ঢাকায় কূটনৈতিক এলাকার বাইরে অপ্রয়োজনীয় চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের ঢাকার বাইরে কক্সবাজার ও সিলেট ছাড়া অন্য কোনো জেলায় যেতে বিশেষ অনুমতির প্রয়োজন হবে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।