ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ছয়শ ৩০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ অভিযানে ১২৪টি গাড়ি ডাম্পিং ও ১১৫টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
রোববার (২০ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযানে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এজেডএস/এএটি