রাজশাহী: রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর ও রাজশাহীর পুঠিয়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকার মৃত রতন মিয়ার ছেলে বিশাল (২৮) ও একই এলাকার জামালের ছেলে নাহিদ হোসেন (২৫)।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানি ও র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি যৌথ দল সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার চরনাড়ুয়া এলাকায় অভিযান চালায়।
এরপর সেখান থেকে আকরাম আলী হত্যা মামলার আসামি বিশালকে গ্রেপ্তার করে। এ ছাড়া র্যাব-৫ এর একটি দল রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেট এলাকা থেকে আসামি নাহিদকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাই জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ১৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহী মহানগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। স্থানীয় বখাটেদের এ হামলার সময় তার ছেলে ইমাম হাসান অনন্তও আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে ভর্তির পর আকরাম আলীর মৃত্যু হয়। তিনি রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সদস্য ও পেশায় বাসচালক ছিলেন। এ ঘটনায় নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে বোয়ালিয়া থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- তালাইমারী শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে মো. নান্টু মিয়া (২৮), মৃত রতনের ছেলে মো. বিশাল (২৮), মৃত আবদুস সাত্তারের ছেলে মো. খোকন মিয়া (২৮), তালাইমারি বাবর আলী রোড এলাকার শাহীনের ছেলে তাসিন হোসেন (২৫), মো. অমি (২৫), জামালের ছেলে মো. নাহিদ (২৫) ও পিরুর ছেলে মো. শিশির (২০)।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে র্যাব-৫ এর একটি দল গত ১৮ এপ্রিল রাতে নওগাঁ সদর থেকে ঘটনার মূলহোতা নান্টু ও সহযোগী খোকন মিয়াকে গ্রেপ্তার করে। এর আগে একইদিন বিকেলে তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে রুমেলকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এসএস/আরবি