ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঢাকায় বাংলাদেশ-আজারবাইজান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, এপ্রিল ২৯, ২০২৫
ঢাকায় বাংলাদেশ-আজারবাইজান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক এলনুর মামাদভ ও মো. জসীম উদ্দিন।

ঢাকা: বাংলাদেশ-আজারবাইজানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। আর আজারবাইজানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সে দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ।

বৈঠক দুদেশের মধ্যে বাণিজ্য, কানেক্টিভিটি, জনশক্তি রপ্তানি, ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলা ইত্যাদি বিষয়ে আলোচনা হতে পারে।

আজাবাইজানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।  

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।