ঢাকা: রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক্ষণিকা’ নামে একটি বাস ভাঙচুর ও শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে করে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বাংলানিউজকে বলেন, আমরা সারা রাত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছি। তবে এই মুহূর্তে গ্রেপ্তারদের নাম পরিচয় বলতে পারছি না।
তিনি বলেন, অজ্ঞাতনামা ৫০-৬০ জনের নামে মামলা হয়েছে। এর মধ্যে থেকে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পেয়ে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করেছি। আমরা গ্রেপ্তারদের দ্রুত আদালতে প্রেরণের নির্দেশ দিয়েছি।
এর আগে মঙ্গলবার দুপুরে আজমপুরে ‘ক্ষণিকা’ বাসটিতে হামলার এ ঘটনা ঘটে। এতে বাসচালকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আহতরা উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন।
এমএমআই/এইচএ/