ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

রামপুরায় বাস থেকে ১৫৬০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৫, মে ১, ২০২৫
রামপুরায় বাস থেকে ১৫৬০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

ঢাকা: শপিং ব্যাগের মধ্যে স্কসটেপে মোড়ানো অবস্থায় ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮ টার দিকে রাজধানীর হাতিঝিল থানার পূর্ব রামপুরা মোল্লা টাওয়ারের সামনে শ্যামলী পরিবহণ বিসনেস ক্ল্যাসিক বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আসামিরা হলো: শাহিন (৩১), ও সঞ্জিত রাজবংশী (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) ধানমন্ডি সার্কেল এর একটি দল বুধবার সকালে হাতিঝিল থানাধীন পূর্ব রামপুরা মোল্লা টাওয়ারের সামনে  অভিযান চালায়। অভিযানে আব্দুল্লাপুরগামী শ্যামলী পরিবহণ বিসনেস ক্ল্যাসিক নামীয় যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ১৫হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার থেকে রাজধানীর বিভিন্ন এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আন্তঃজেলা বাসের পরিবহণ শ্রমিকদের একটি অংশ মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েছে, যার মাধ্যমে মাদকের বিস্তার ঘটছে।

আসামিদের বিষয়ে তিনি জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধানমন্ডি সার্কেল আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে হাতিরঝিল থানায় মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।