ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

এনসিপি-গণসংহতির বৈঠক

নির্বাচনী জোটে এখনই আগ্রহী নয় এনসিপি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৭, মে ১, ২০২৫
নির্বাচনী জোটে এখনই আগ্রহী নয় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক সংস্কার এবং বিচারের এজেন্ডা নিয়ে আমরা ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছি। তবে নির্বাচনী জোটের বিষয়ে এনসিপি এখনই আগ্রহী নয়।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর বাংলামোটের গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকের পর নাহিদ এসব কথা বলেন।

তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের বিষয়ে সরকার যে সময়সীমা বলেছে, আমরা সেটিকে প্রাথমিকভাবে সমর্থন করছি। তবে তার আগে মৌলিক সংস্কার এবং আওয়ামী লীগের বিচারের প্রশ্ন সুরাহা করতে হবে। নির্বাচনের ক্ষেত্রে আমাদের ফোকাস গণপরিষদ নির্বাচন। অন্যদিকে গণসংহতি আন্দোলন সংবিধান সংস্কার সভা নির্বাচনের কথা বলছেন। তবে আমরা প্রেক্ষাপটের জায়গায় একমত।

তিনি বলেন, সংবিধান বড় ধরনের পরিবর্তন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে। কেবল সংশোধন করে সংবিধান পরিবর্তন টেকশই হবে না বলে আমরা একমত। এসব নিয়ে আমরা পরে আরও আলোচনা করব।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান থেকে আমাদের উত্থান। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা -ন্যায়বিচার এবং সংস্কার। ফলে মৌলিক সংস্কার এবং বিচার আমাদের এই সময়ের অন্যতম এজেন্ডা। আমাদের এজেন্ডার ভিত্তিতে বিভিন্ন রাজনীতির সাথে বসছি। এজেন্ডার ভিত্তিতে রাজনৈতিক ঐক্য হতে পারে। তবে নির্বাচনের জোটের বিষয়ে এখনই আলোচনায় আগ্রহী না এনসিপি।

এফএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।