ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, মে ৩, ২০২৫
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হওয়ার পর সেটা বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (৩ মে) রাতে পেজটি বন্ধ করে দেওয়া হয়।

শনিবার রাত সোয়া ৮টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড করা হয়। ইন্দোনেশিয়ার হ্যাকাররা ফেসবুক পেজ হ্যাকড করে। সেখান থেকে তারা লাইভও প্রচার করে। পরে রাত সাড়ে ৮টার দিকে পেজটি বন্ধ করে দেওয়া হয়। রাত সাড়ে ৮টার সময় এ রিপোর্ট লেখার সময়ও পেজটি বন্ধ ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হওয়ার বিষয়ে জানতে চাইলে কোনো কর্মকর্তা এ বিষয়ে মুখ খোলেননি।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা,  মে ৩,   ২০২৫
টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।