ফেনী: ফেনী জেলার বন্যা নিয়ন্ত্রণে পরশুরাম বল্লামুখা টেকসই বাঁধ নির্মাণ, সোনাগাজী উপজেলার নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার।
রোববার (৪ মে) দুপুরে শহরের ট্রাংক রোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ৫০টির বেশি সংগঠনের ২ শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২৪-এর ভয়াবহ বন্যায় ফেনীতে ক্ষতি হয়েছে আড়াই হাজার কোটি টাকার সম্পদ, নিহত হয়েছে ৩৫ জনের মানুষ। ঘর-বাড়ি হারা হয়েছে হাজার হাজার মানুষ।
সেই ক্ষতি এখনও পোষায়নি। পরশুরামের বল্লামুখা বাঁধটি নির্মাণ করা হচ্ছে দায়সারাভাবে। এভাবে জোড়াতালি দিয়ে বাঁধ নির্মাণ করলে আবার ভাঙবে। মানুষ আবার ডুববে।
অপরদিকে বন্যায় ভেঙে যাওয়া মুছাপুর ক্লোজারটি না থাকায় নদী ভাঙনে বিলীন হচ্ছে জেলার সোনাগাজী, দাগনভূঞা ও নোয়াখালীর বিশাল জনপদ। এভাবে ভাঙতে থাকলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে জনপদের বড় একটি অংশ। ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে অনেক ঘর-বসতি ও অবকাঠামো।
মানববন্ধন ও কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে এ বিষয়ে ব্যবস্থা নিতে স্মারকলিপি দিয়েছে স্বেচ্ছাসেবকরা।
কর্মসূচিতে বক্তব্য দেন- ইউনিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. খুরশিদ রহমান সুর্য, সাংবাদিক ও সংগঠক সোলায়মান হাজারী ডালিম, সিনিয়র স্বেচ্ছাসেবক রুবেল তারেক, ফেনী ফুড অ্যান্ড ব্লাড সভাপতি, সেজানুল আলম প্রিয়, নবজীবন রক্তদান ফোরামের সভাপতি মো. দাউদ, অগ্রদূত চ্যারেটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল আলম, বিনির্মাণ জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জেবল হক, সিন্দুরপুর শান্তি সংঘের সেক্রেটারি রাতুল, ফেনী জেলা ব্লাড গ্রুপের সভাপতি রিয়াজ, সিনিয়র স্বেচ্ছাসেবক মিনহাজ উদ্দিন।
এসএইচডি/আরবি