ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্যারিস্টার রাজ্জাকের তৃতীয় জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, মে ৫, ২০২৫
ব্যারিস্টার রাজ্জাকের তৃতীয় জানাজা সম্পন্ন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের তৃতীয় জানাজা। ছবি: ডি এইচ বাদল

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের তৃতীয় জানাজা সোমবার (৫ মে) বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজার পূর্বে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। কান্নারত কণ্ঠে তিনি বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দুনিয়ার জীবনে একজন সফল মানুষ ছিলেন। শৈশব থেকেই তিনি ইসলামের অনুসারী এবং অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন। তিনি তার বিশ্বাস ও আমল ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বাস্তবায়ন করে গেছেন। এ স্বচ্ছ ও জ্ঞানী মানুষটির কোরআনের ওপর অগাধ জ্ঞান ও পাণ্ডিত্য ছিল।

ডা. তাহের আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি সবাইকে ব্যারিস্টার রাজ্জাকের জন্য দোয়া করার আহ্বান জানান।

জানাজার আগে বক্তব্যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী তার বাবার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।  

তিনি বলেন, তার বাবা বিচার ও রাজনৈতিক অঙ্গনে অবাধ বিচরণ করেছেন। তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। দীর্ঘ ১১ বছর পর গত বছরের ২৬ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি নিয়মিত কোর্টে যেতেন। সিদ্দিকী তার বাবার কথাবার্তা ও ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নেন এবং কারো কাছে কোনো দেনা-পাওনা থাকলে তা জানানোর অনুরোধ করেন, যা পরিশোধ করা হবে।

জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেম ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম।

ইএসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।