ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

টোকিও এফওসিতে প্রাধান্য পাচ্ছে ড. ইউনূসের জাপান সফর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, মে ১৩, ২০২৫
টোকিও এফওসিতে প্রাধান্য পাচ্ছে ড. ইউনূসের জাপান সফর ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ছবি)

ঢাকা: টোকিওতে আগামী ১৫ মে বাংলাদেশ ও জাপানের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বাঞ্চল বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী মে মাসে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরের অংশ হিসেবে তিনি ২৯-৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি সম্মেলনের ফাঁকে বিশ্বের অন্যান্য দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামী এফওসি বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসের সফরের পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হবে।

এফওসি বৈঠক সামনে রেখে সোমবার (১৩ মে) ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাপানের রাষ্ট্রদূত বলেন, আমরা আশা করছি, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর করবেন। এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর হবে। জাপান বাংলাদেশের উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদার—এই সম্পর্ককে আরও জোরদার করতে আমরা আগ্রহী। আসন্ন এফওসি বৈঠকে জাপানের পক্ষ থেকে ভাইস মিনিস্টার নেতৃত্ব দেবেন।

টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।