ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, মে ১৫, ২০২৫
উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও উপদেষ্টা মো. মাহফুজ আলম।

ঢাকা: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। তিনি হাইকমিশনারকে তার অগ্রাধিকার সম্পর্কে অবহিত করেন, এর মধ্যে রয়েছে মিডিয়া সংস্কারের পরিকল্পনা এবং সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ তৈরি করা। তারা বাংলাদেশ ও যুক্তরাজ্য   সহযোগিতার জন্য আরও বিস্তৃত সুযোগ নিয়েও আলোচনা করেন।

টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।