ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে ফোনালাপ করছিলেন এসআই, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, মে ১৮, ২০২৫
লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে ফোনালাপ করছিলেন এসআই, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

ঢাকা: রাজধানীর আজমপুর রেলগেটে ট্রেনের ধাক্কায় কে এম মুনসুর আলী (৪০) নামে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি রাজধানীর দক্ষিণখান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

গতকাল শনিবার (১৭ মে) রাতে উত্তরা আজমপুর মধ্যপাড়া ১০ নম্বর রোড লেভেল ক্রসিংয়ে এলাকায় ট্রেনে ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার (১৮ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঢাকা রেলওয়ে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, গতরাতে উত্তরা আজমপুর মধ্যপাড়া ৪ নং সেক্টর ১০ নং রোড লেভেল ক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন ওই পুলিশ কর্মকর্তা। এ সময় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এম মনসুর  আলী পরিবার নিয়ে পল্লবী বাইগারটেক এলাকায় নিজেদের বাড়িতে থাকেন।  বাবার নাম সানোয়ার আলী। তিনি দক্ষিণখান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি হাজি ক্যাম্প থেকে ডিউটি শেষ করে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মারা যান।

এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।