ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

‘সাম্যর হত্যাকারীদের ধরতে পারলে পুলিশকে ৫ লাখ টাকা পুরস্কার দেব’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, মে ১৮, ২০২৫
‘সাম্যর হত্যাকারীদের ধরতে পারলে পুলিশকে ৫ লাখ টাকা পুরস্কার দেব’ ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্যর প্রকৃত হত্যাকারীদের ধরতে পারলে পুলিশকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তার বড় ভাই শরিফুল আলম সৈকত।

হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তারের ঘটনায় সরকারের তরফ থেকে পুলিশকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘটনা টেনে তিনি এই কথা বলেছেন।

রোববার (১৮ মে) রাজধানী শাহবাগে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে তিনি এই ঘোষণা দেন।

শরিফুল আলম সৈকত বলেন, ঘটনার সময় তাৎক্ষণিকভাবে সাধারণ জনতা দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। এর চার ঘণ্টা পর কেন এই দুজনকে হাসপাতাল থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সাধারণ জনগণ তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল। পুলিশের ওপর কি কোন চাপ ছিল তাদেরকে ছেড়ে দেওয়ার?

তিনি আরও বলেন, আমার ছোট ভাইয়ের দোষ থাকলে সেটা উঠে আসবে। আমার ভাইকে নিয়ে কখনো আমাদের পারিবারিক সালিশে বসতে হয়নি। কখনো কোনো ফৌজদারি মামলা বইতে হয়নি। এখন ফেসবুকে দেখি অনেকে এই ঘটনাকে ঘিরে নানা রকম কথা বলছেন। আমার ছোট ভাইয়ের চরিত্রহননের চেষ্টা করছেন।

শাহরিয়ার আলম সাম্য’র বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। গত ১৩ মে রাতে মোটরসাইকেলে করে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে নিহত হন সাম্য। এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তিনজনেই মাদারীপুরের বাসিন্দা। তারা হলেন - তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।

এফএইচ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।