ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়ার ঘোড়াটি মারলো কারা?

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, মে ১৮, ২০২৫
৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়ার ঘোড়াটি মারলো কারা? মনু মিয়া ও তার ঘোড়া

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে কবর তৈরির কারিগর হলেন মনু মিয়া (৬৭)। কবর খননের কাজ করে তিনি পার করে দিয়েছেন জীবনের সুদীর্ঘ ৪৯টি বছর।

এই সুদীর্ঘ জীবনে তিনি ৩ হাজারেরও বেশি কবর খননের কাজ করেছেন। গোরখোদক হিসেবে এলাকায় বেশ পরিচিত মনু মিয়া। এর অন্যতম কারণ, কবর খননের কাজ করে কোনো পারিশ্রমিক
বা বকশিশ নেন না মনু মিয়া। আরও একটি কারণে মনু মিয়ার জনপ্রিয়তা বেশি। তিনি ঘোড়ায় চেপে কবর খুঁড়তে যান। কিন্তু মনু মিয়ার সেই ঘোড়াটি আর জীবিত নেই। জনমনে প্রশ্ন, এমন সমাজসেবী ব্যক্তির ঘোড়াটিকে মারল কে বা কারা?

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনু মিয়া। স্ত্রী রহিমা বেগমকে নিয়ে তার সংসার জীবন।
নিঃসন্তান এই দম্পতি। কিছু ধানি জমির ফসল থেকেই চলছে তাদের সংসার। মানব সেবার ব্রত নিয়ে কারও মৃত্যু সংবাদ কানে আসামাত্রই খুন্তি, কোদাল, ছুরি, করাত, দাসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ছুটে যান ওই মৃত ব্যক্তিকে দাফন করার কবরস্থানে। পরম মমতায় কবর খননের কাজ শেষ করে বাড়ি ফেরেন। বয়স বেড়ে যাওয়ায় আর দূরের যাত্রায় ভারী যন্ত্রপাতি নিয়ে যেতে পারছিলেন না। কিছু জমি বিক্রি করে একদিন কেনেন একটি ঘোড়া। তিনি সেই ঘোড়ায় চড়ে কবর খননের কাজ যান। সম্প্রতি অসুস্থ হয়ে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। গত ১৪ মে তাকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা চলছে মনু মিয়ার। স্ত্রী রহিমা বেগম স্বামীর পাশে হাসপাতালেই রয়েছেন।

এমন পরিস্থিতিতে বাড়িতে অভিভাবকশূন্য হয়ে পড়ে মনু মিয়ার বাহন ঘোড়াটি। ঘোড়াটির দেখভাল আর নিরাপত্তার খোঁজ নেয়নি কেউ। কিন্তু গত শুক্রবার (১৬ মে) সকালে মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাশিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশের জমির পানিতে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকার খবর আসে মনু মিয়ার গ্রামে।

মনু মিয়ার ঘোড়ার মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের মানুষজন ক্ষোভ করেন। যারা ঘোড়াটিকে মেরেছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি করেন গ্রামবাসী।

এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।