ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নুসরাতের নামে মামলা ছিল তাই গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, মে ১৯, ২০২৫
নুসরাতের নামে মামলা ছিল তাই গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা: অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা ছিলো তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।  

তিনি বলেন, তার নামে কী মামলা এর বিস্তারিত জানিনা।

 

সোমবার (১৯ মে) সচিবালয়ে অনুষ্ঠিত ঈদে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ তিনি একথা বলেন।  

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি (নুসরাত ফারিয়া) কী করছেন আমি জানি না। আমরা বলছি বিনা কারণে যেন শাস্তিভোগ না করে। তার বিরুদ্ধে তদন্ত শেষ হলে বলতে পারবো।  

তিনি বলেন, নুসরাত ফারিয়ার নামে যদি মামলা থাকে তাহলে কি করবো। না ধরলে আবার আপনারা বলবেন আসামি ছেড়ে দিছেন। পার্থর স্ত্রীর বিদেশ যাত্রা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো কেস নেই।  

স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠকের বিস্তারিত তুলে ধরে বলেন। আমরা গরুর হাট ও ঈদের সময়ে নানা ইস্যু নিয়ে আলোচনা করেছি। মহাসড়কের পাশে হাট বসতে পারবে না। গরুর হাটগুলোতে 
যেন শৃঙ্খলা থাকে। গরু রাস্তায়  নামাতে পারবে না। গাড়ি হাটের ভেতরে নিয়ে গরু নামাতে হবে। যে পথেই যে পরিবহনে করে গরু পরিবহন করা হবে সেখানে ব্যানার দিয়ে হাটের নাম লিখতে হবে।

তিনি বলেন, ঈদের পাঁচ দিন আগে এবং পরের তিন দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। কোনো সময়েই রাতে বাল্কহেড চলাচল করবে না। গণপরিবহনগুলোতে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে পারবে না। মানুষ পশু উভয় ক্ষেত্রেই এ নির্দেশনা প্রযোজ্য। যারা এ নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলাবাহিনী ব্যবস্থা নেবে।  

জিসিজি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।