ঢাকা: পুলিশ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) মো. মতিউর রহমান শেখকে পদোন্নতি দিয়ে গ্রেড-১ করা হয়েছে।
সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন), পুলিশ অধিদপ্তর, ঢাকা পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-১ (টাকা ৭৮,০০০ নির্ধারিত) পদে পদোন্নতি করা হলো।
এতে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
জিসিজি/আরবি