ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

১১০২ কোটি টাকা ‘আত্মসাৎ’, এস আলমসহ ৬৮ জনের নামে দুই মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৫, মে ১৯, ২০২৫
১১০২ কোটি টাকা ‘আত্মসাৎ’, এস আলমসহ ৬৮ জনের নামে দুই মামলা এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম

ঢাকা: নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণের (৫৫৩ ও ৫৪৯) সর্বমোট ১১০২ কোটি আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের (এসআলম) নামে পৃথক দুটি মামলার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দুই মামলায় মোহাম্মদ সাইফুল আলমসহ মোট ৬৮ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১৯ মে) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি করা হয়েছে।

প্রথম মামলায় ঋণের নামে ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে নামসর্বস্ব প্রতিষ্ঠান মেসার্স সাফরান ট্রেড ইন্টারন্যাশনালের নামে ৫৪৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুল আলমসহ ৩৭ জনকে আসামি করা হয়।

দ্বিতীয় মামলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে নামসর্বস্ব প্রতিষ্ঠান মেসার্স হুদা এন্টারপ্রাইজের নামে ৫৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুল আলমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আসামিরা কর্তৃক পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গ করে নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সীমাতিরিক্ত ঋণ প্রদান এবং ঋণের নামে গৃহীত অর্থ পরবর্তীতে মোহাম্মদ সাইফুল আলমের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি সংক্রান্ত সম্পৃক্ত অপরাধের মাধ্যমে স্থানান্তর/রূপান্তর/হস্তান্তর করার দায়ে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়।

এসএমএকে/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।