ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

২৮ মে’র মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে: উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট       | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, মে ২১, ২০২৫
২৮ মে’র মধ্যে শ্রমিকদের পাওনা  পরিশোধ করতে হবে: উপদেষ্টা

ঢাকা: আগামী ২৮ মে’র মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য সরকার মালিকদের সময় দিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এ সময়ের মধ্যে শ্রমিকদের দেনা-পাওনা পরিশোধ করতে না পারলে যেসব মালিকদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেপ্তার করা হবে বলেও উপদেষ্টা জানন ৷

বুধবার (২১ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে শৃঙ্খলা ও যাত্রীদের  নিরাপদ যাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উপদেষ্টা এসব কথা জানান৷ 

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ঈদকে সামনে রেখে শ্রমিকের পাওনা চলতি মাসের ২৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করতে বলেছি। বেতন পরিশোধ না করলে মালিকরা দেশের বাইরে তো দূরের কথা ঢাকার বাইরে যেতে পারবে না ৷ 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, শ্রমিকদের বেতন না দেওয়ায় পাঁচজন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। আরও অনেকের বিরুদ্ধে হবে। হয় পাওনা শোধ করতে হবে, অন্যথায় জেলে যেতে হবে।

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা গতকাল মালিকদের নিয়ে বসে ছিলাম। সিদ্ধান্ত হয়েছে ওনারা উনাদের ঘরবাড়ি বিক্রি করে উনারা আগামী ২৮ তারিখের মধ্যে শ্রমিকদের টাকা-পয়সা দেবেন। সেটা তারা না করলে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি হতে পারে, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আছে তারা গ্রেপ্তার হবেন। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তারা বিদেশে থাকলেও তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে। শ্রমিকদের পয়সা দিতে হবে, সেটা বাড়ি বিক্রি করে দিক আর গাড়ি বিক্রি দিক। যিনি শ্রমিকদের দুই তিন মাস বেতন দিতে পারেন না, তার তো এ সেক্টরে থাকা উচিত না, চলে যান।

তিনি বলেন, আমি মালিকদের অনুরোধ করছি, যেভাবে পারেন আপনারা হয় টাকা পয়সা শোধ করেন অথবা আপনাদের জেলে যেতে হবে। ওয়ারেন্ট জারিতে কিন্তু সেটি আমরা অ্যাক্টিভেট করছি না। কয়েকজনকে বলেছি আপনারা ঢাকা শহর থাকতে পারবেন না। এরই মধ্যে পাঁচজন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।


এসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।