সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু বিদেশি গণমাধ্যমে নানা ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে—এসব খবর সত্য নয় এবং উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানো হচ্ছে।
বুধবার (২১ মে) বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এমন ২৪টি ভুয়া তথ্যের তালিকা প্রকাশ করা হয়। প্রতিটি গুজবের স্ক্রিনশটসহ “ফেক কার্ড” হিসেবে আলাদা করে তুলে ধরা হয়েছে। এসব পোস্টের মাধ্যমে সেনাবাহিনী জনসাধারণকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
পর্যালোচনায় দেখা গেছে, এসব ভুয়া তথ্যের উৎসের মধ্যে রয়েছে পার্শ্ববর্তী দেশের কিছু ইউটিউব চ্যানেল ও অনলাইন গণমাধ্যম। উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের একটি সংবাদমাধ্যম ‘আজ-তাক বাংলা’ শিরোনাম করে, “প্রাণ বাঁচাতে ভারতের কাছে আশ্রয় চাইছেন ওয়াকার! ভারত কী করবে?”। একইসঙ্গে, একটি ভিডিও শিরোনাম করা হয়েছে, “ঢাকায় এবার সামরিক শাসন? কোন পথে ওয়াকার উজ জামান?”।
এছাড়া কলকাতা নিউজ নামের একটি ইউটিউব চ্যানেলেও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। শুধু তাই নয়, দেশ-বিদেশের একাধিক ইউটিউবারও নিজেদের চ্যানেলে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে নানা মনগড়া তথ্য ছড়িয়েছেন।
তবে সেনাবাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—এসব তথ্যভিত্তিহীন ও বিভ্রান্তিকর। ফেসবুক পেজে ভুয়া তথ্যের তালিকা প্রকাশ করলেও সেনাবাহিনী বিষয়টির বিস্তারিত ব্যাখ্যায় না গেলেও, সাধারণ মানুষকে এসব গুজব থেকে দূরে থাকতে এবং যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানানো হয়েছে।
বর্তমানে অনলাইন গুজবের এই স্রোতে দায়িত্বশীল আচরণ ও তথ্য যাচাইয়ের গুরুত্ব যে কতটা জরুরি, সেনাবাহিনীর এই পদক্ষেপ সেটিই আবারও স্মরণ করিয়ে দিয়েছে।
এমএম