ঢাকা: সরকারি জমি অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণসহ নানা ধরনের বিতর্কে জড়ানো ‘ঢাকা বোট ক্লাব লিমিটেড’ ও এর আশপাশে উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বুধবার (২১ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভারের বড়কাকর মৌজায় অবস্থিত ক্লাব এবং এর আশপাশের এলাকাজুড়ে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী দেওয়ান আইনুল হক। তিনি বাংলানিউজকে জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অধিগ্রহণ করা প্রায় পৌনে ১১ একর জমি দখল করে ক্লাবটি নানা অবৈধ স্থাপনা গড়ে তোলে।
তিনি আরও বলেন, গত ২৪ জানুয়ারি আমরা বোট ক্লাব কর্তৃপক্ষকে সরকারি জমি দখলমুক্ত করতে সাত দিনের নোটিশ দিয়েছিলাম। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করে। তাই বাধ্য হয়ে আজ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিতর্কিত এই বোট ক্লাবটি এর আগেও বিভিন্ন অভিযোগে আলোচনায় এসেছে। এবার সরকারি জায়গা দখলের মতো গুরুতর অভিযোগে সরাসরি অভিযান চালিয়ে জমি উদ্ধার করল কর্তৃপক্ষ।
এমজে