ঢাকা: বিশেষ বিসিএস পরীক্ষা নেওয়ার জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরকারি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (২৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৫৯ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার সংবিধানের ১৪০ (২) অনুচ্ছেদের বিধান মোতাবেক সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরকারি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর সংশোধন করলো।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, ক্যাডার পদসমূহে নিয়োগের জন্য বিশেষ বিসিএস পরীক্ষার আওতায় পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় অভিযোজনসহ প্রার্থী সুপারিশ করতে পারবে।
লিখিত পরীক্ষা ২০০ নম্বর, মৌখিক পরীক্ষা ১০০ নম্বরসহ মোট নম্বর ৩০০।
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ১০০ নম্বর। আর সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়ে পরীক্ষা হবে ১০০ নম্বরের।
প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কর্তন করা হবে।
লিখিত পরীক্ষায় পাস নম্বর কমিশন থেকে নির্ধারিত হবে। মৌখিক পরীক্ষার ন্যূনতম পাস নম্বর ৫০।
লিখিত পরীক্ষা কেবল ঢাকায় অনুষ্ঠিত হবে। তবে প্রার্থী সংখ্যা এবং পরিস্থিতি বিবেচনায় কমিশনের নিকট প্রয়োজনীয় প্রতীয়মান হলে ঢাকার বাইরে অন্যান্য কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা যাবে।
এমআইএইচ/আরআইএস