ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

জুনে ১৩৬ কোটি টাকার চোরাচালান জব্দ বিজিবির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, জুলাই ১৪, ২০২৫
জুনে ১৩৬ কোটি টাকার চোরাচালান জব্দ বিজিবির বর্ডার গার্ড বাংলাদেশের লোগো।

ঢাকা: গত জুন মাসজুড়ে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৩৬ কোটি ৯ লাখ ৬২ হাজার টাকা মূল্যের চোরাচালান ও পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

সোমবার (১৪ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৪ কেজি ৩৩৮ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৩৭২টি শাড়ি, ৩ হাজার ৫০০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৫৪৮টি তৈরি পোশাক, ২ হাজার ১৪৭ মিটার থান কাপড়, ২ লাখ ২৫ হাজার ৯৬টি কসমেটিক্স সামগ্রী, ৪ হাজার ৫৭৮টি ইমিটেশন সামগ্রী, ৬ লাখ ৬৪ হাজার ৫০৮টি আতশবাজি, ৬ হাজার ৩৪৫ ঘনফুট কাঠ, ৪ হাজার ৯০৩ কেজি চা পাতা, ৩১ হাজার ৯৭৪ কেজি সুপারি, ১৭ হাজার ৭৬৯ কেজি সার, ১০ হাজার ৫৪০ কেজি কয়লা, ১৯ হাজার ২০৪ কেজি সুতা/কারেন্ট জাল, ১ হাজার ৩২৮টি মোবাইল, ১ হাজার ৮৫০টি মোবাইল ফোনের কভার, ৩৭ হাজার ৫৪১টি মোবাইল ডিসপ্লে, ১৫ হাজার ৫১৯টি চশমা, ২ হাজার ১৮২ কেজি বিভিন্ন প্রকার ফল, ৫ হাজার ৮৪৪ কেজি ভোজ্যতেল, ১ হাজার লিটার ডিজেল, ৩ হাজার ১৮২ কেজি জিরা, ১ হাজার ৩৩৬ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৭ হাজার ৪৯২ পিস চিংড়ি মাছের পোনা, ১ হাজার ১৫০ কেজি কফি, ৫ লাখ ৪৭ হাজার ২৪৬ পিস চকলেট, ৭৭৭টি গরু/মহিষ, ১টি কষ্টি পাথরের মূর্তি, ৩টি বাস, ১০টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৩টি পিকআপ ভ্যান/মাহেন্দ্র, ৭টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১৩৮টি নৌকা, ২৭টি সিএনজি/ইজিবাইক, ৬৪টি মোটরসাইকেল ও ৩৯টি বাইসাইকেল।  

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি দেশীয় পিস্তল, ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় একনলা বন্দুক, ৩টি শটগান, ৩টি মর্টার শেল, ১৯টি গুলি ও ৪টি হ্যান্ড গ্রেনেড।  

এছাড়া গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ১২ লাখ ৬৮ হাজার ১৫ পিস ইয়াবা, ৭ কেজি ৯২৫ গ্রাম হেরোইন, ১ কেজি ৪৩০ গ্রাম কোকেন, ৮ হাজার ২৭২ বোতল ফেনসিডিল, ১০ হাজার ৯৪০ বোতল বিদেশি মদ, ৩৯৩.৫ লিটার বাংলা মদ, ১ হাজার ৪৩৫ বোতল ক্যান বিয়ার, ১ হাজার ৬৯৮ কেজি ৭০৭ গ্রাম গাঁজা, ১ লাখ ২৪ হাজার ৫৮৭ প্যাকেট বিড়ি ও সিগারেট, ২ হাজার ৬৪৯ কেজি তামাক পাতা, ৫৩ হাজার ৯৩৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪ হাজার ৭৭০ বোতল ইস্কাফ সিরাপ, ১৭ বোতল এলএসডি, ১২ হাজার ৩৭৬টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৯ লাখ ৬১ হাজার ৩৩টি বিভিন্ন প্রকার ওষুধ ও অন্যান্য ট্যাবলেট।  

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯৭ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৫৫ জন বাংলাদেশি নাগরিক ও ৭ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৩৫ জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।  

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।