ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৮, জুলাই ২১, ২০২৫
মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি, আটক ৪

ঢাকা: রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ডাকাতির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে ১১ নম্বর রোডের ৮০৭ নম্বর বাসায় এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা বর্তমানে পল্লবী থানায় রয়েছেন।

পুলিশ এখনও আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ না করলেও একটি সূত্র জানিয়েছে, তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি করে পালানোর চেষ্টা করছিল। ধারণা করা হচ্ছে, অভিযুক্তদের মধ্যে প্রকৃত কোনো আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকতে পারেন।

সূত্র আরও জানায়, তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, ডায়মন্ড জুয়েলারি, স্বর্ণালংকার, ল্যাপটপ, তিনটি ঘড়ি, প্রসাধনী সামগ্রী, কয়েকটি ইয়াবা ট্যাবলেট, হেডফোন সেট ও পাসপোর্ট সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম বলেন, চারজন আটক রয়েছে এবং আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা চলছে। এই মুহূর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।

এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।