ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে কিছুক্ষণ পরপর আসছে অ্যাম্বুলেন্স

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, জুলাই ২১, ২০২৫
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে কিছুক্ষণ পরপর আসছে অ্যাম্বুলেন্স

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা আহত-দগ্ধদের নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখানে কিছুক্ষণ পর পর আসছে দগ্ধদের বহনকারী অ্যাম্বুলেন্স।

 

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় আহতের সংখ্যা বহু। আহত-দগ্ধদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জাতীয় বার্ন ইনস্টিটিউটেও বহু আহত-দগ্ধদের নেওয়া হয়েছে। সেখান থেকে অন্তত ৭০ জনের ভর্তি খবর মিলেছে। কর্তব্যরত চিকিৎসকরা বলছেন, ভর্তি হওয়া রোগীদের মধ্যে অল্প কয়েকজনের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।  

সরেজমিনে দেখা গেছে, কিছুক্ষণ পরপরই বার্ন ইনস্টিটিউটের ইমারজেন্সি গেটে আহতরা আসছেন। আহতদের রক্ত এবং অন্যান্য সহযোগিতা নিশ্চিত করতে বিভিন্ন স্কুলের স্কাউট দলসহ কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন সক্রিয় রয়েছে।  

বিকেলে আহতদের দেখতে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।  

এছাড়া জামায়াতের আমীর শফিকুর রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আহতদের দেখতে এসেছেন।  

এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।