ঢাকা: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে দগ্ধদের যত ধরনের ওষুধ প্রয়োজন সব ওষুধ সরবরাহ করছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফলে রোগীর স্বজনদের কোনো ওষুধ কিনতে হচ্ছে না বলে জানিয়েছে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
বার্ন ইনস্টিটিউটের স্টোরে পর্যাপ্ত ওষুধ না থাকলেও সমস্যা হচ্ছে না। রোগীরা ওষুধ পাচ্ছেন।
মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক বিশিষ্ট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ নাসির উদ্দীন বাংলানিউজকে এ কথা জানান।
তিনি বলেন, যেসব ওষুধ বাইরের থেকে সংগ্রহ করতে হচ্ছে, সেগুলোর খরচও হাসপাতালই বহন করছে। রোগীদের ওষুধের জন্য কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। পাশাপাশি স্টোরে পর্যাপ্ত ওষুধ আছে যদিও বা দুই একটা না থাকলে সেগুলো আমরা ব্যবস্থা করে দিচ্ছি।
এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, বিমান দুর্ঘটনায় যারা দগ্ধ তাদের মধ্য থেকে কাউকে বিদেশ পাঠানো হবে কিনা বা লাগবে কিনা, সেটা আমরা পরে বলতে পারব। অথবা সংবাদ সম্মেলনে আপনাদের পরে জানাবো।
এদিকে ইনস্টিটিউটের একাধিক সূত্র থেকে জানা যায়, হাসপাতালের স্টোরে অনেক ওষুধের ঘাটতি রয়েছে। কিছু কিছু ওষুধ আছে রোগীদের তিন বেলায় দিতে হয়। এ গুরুত্বপূর্ণ ওষুধগুলো স্টোরে নেই তবে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ সব ওষুধই ব্যবস্থা করে রোগীদের দিচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন।
এজেডএস/আরআইএস